পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার বাবর-রিজওয়ান

পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার বাবর-রিজওয়ান

পাকিস্তান দলের অন্যতম ভরসার জায়গা অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে এই মুহূর্তে দলটির অন্যতম সেরা ব্যাটসম্যানও বটে। এবার নিজের পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এ ব্যাটসম্যান।  

ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরমেটেই বর্ষসেরা নির্বাচিত হয়েছেন তিনি। এ ছাড়া টেস্টে বর্ষসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এই দুই ব্যাটসম্যানের পাশাপাশি ফাওয়াদ আলমও নাম লিখিয়েছেন বর্ষসেরার তালিকায়। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলে নজর কাড়েন তিনি। দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর পাওয়া এই সেঞ্চুরির কারণে ব্যক্তিগত সেরার পুরস্কার দেওয়া হয় তাকে।

সেরা নারী ক্রিকেটার হিসেবে পুরস্কার জিতেছেন আলিয়া রিয়াজ। এ ছাড়া দেশটির ঘরোয়া ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন কামরান ঘুলাম। বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ১৭ বছর বয়সী ক্রিকেটার নাসিম শাহ। ৮ টেস্টে ২০ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। 

বর্ষসেরা পুরস্কারের জন্য বাবর আজম, মোহম্মদ হাফিজ এবং শাহিন আফ্রিদি তিনটি করে মনোনয়ন পেয়েছিলেন।

আপনি আরও পড়তে পারেন