নববর্ষে আতশবাজি, লাখ লাখ পাখির করুণ মৃত্যু

নববর্ষে আতশবাজি, লাখ লাখ পাখির করুণ মৃত্যু

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই ইতালির নাগরিকরা নতুন বছর উদযাপন করতে গিয়ে শতশত পাখির প্রাণ কেড়ে নিয়েছে। প্রাণী অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইওপিএ রোম শহরের এই ঘটনাকে ‘গণহত্যার’ সঙ্গে তুলনা করেছে।

স্কাই নিউজের একটি ভিডিওতে দেখা যায়, রোমের প্রধান ট্রেন স্টেশনের কাছে অনেক পাখি পড়ে রয়েছে। এদের মধ্যে অধিকাংশ স্টার্লিং পাখি।

এদিকে ঠিক কী কারণে এত পাখি মারা গেল সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি ইতালি সরকার। তবে আইওপিএ’র দাবি, ব্যাপক হারে আতশবাজি পোড়ানোর কারণে পাখিদের এই পরিণতি।

সংগঠনের মুখপাত্র লোরডানা ডিজিলিও জানান, ‘তারা ভয় থেকে মরতে পারে। বিকট শব্দ শুনে সবাই একসঙ্গে আকাশে উড়েছে। একে-অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে। জানালায় গিয়ে পড়েছে। বিদ্যুতের তারে বেঁধেছে। ভুলে গেলে চলবে না, তারা হার্ট-অ্যাটাকেও মরতে পারে।’

এর আগে মহামারি করোনার প্রকোপ ঠেকাতে রোমে আতশবাজি নিষিদ্ধ করা হয়। রাত দশটা পর্যন্ত শহরে কারফিউ ছিল। এই ঘটনার পর  আতশবাজির বিক্রি নিষিদ্ধের আহ্বান জানিয়েছে আইওপিএ।

আপনি আরও পড়তে পারেন