পিরোজপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টির আজ ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।


 পিরোজপুর জেলা জাতীয় পার্টি   ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় শহরের নড়াইল পাড়ায় পদ্মা হোটেলের নীচে অবস্থিত  জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী,যোগদান  ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি জনাব বশির আহমদ এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব  মোঃ নজরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম শৃঙ্খলা বিষয়ক সম্পাদক  মোঃ তৌনিক- উল-হক।


 বিশেষ অতিথি ছিলেন জাতীয় কৃষক পার্টির জেলা আহ্বায়ক  জনাব ওমর ফারুক নান্না, জেলা জাতীয় তরুন পার্টির আহ্বায়ক জনাব মোঃ রাজ্জাক হাওলাদার, জাতীয় মহিলা পার্টির জেলা কমিটির সদস্য সচিব জোছনা আক্তার,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির সহ সভাপতি বেলায়েত সরদার, জাতীয় যুব সংহতির  সদর উপজেলা সভাপতি আবুল কালাম সিকদার, জাতীয় যুব সংহতি পৌর কমিটির সাধারণ সম্পাদক আবিদুর রহমান কাজী।


 আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় ছাত্র সমাজের জেলা কমিটির আহ্বায়ক হাসিব মিলন, সদস্য সচিব শহীদুল ইসলাম।


 জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে  যোগদান করেন ভান্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন পান্না,তরুণ কুমার বিশ্বাস,ছাত্রদল নেতা মোঃ খাইরুল বাসার জিয়া,ছাত্রনেতা প্রকৌশলী মতিয়ার রহমান সম্রাট।


অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন   জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক জনাব মোতালেব হোসেন তোতা।

বক্তারা জাতীয় পার্টি প্রতিষ্ঠার ঐতিহাসিক পটভূমি ও বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টির ভুমিকা সম্পর্কে আলোচনা করেন এবং দেশবাসীকে জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গনতান্ত্রিক মূল্যবোধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানানো হয়।

আপনি আরও পড়তে পারেন