দোহারে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয়পাড়া ফ্রেন্ডস ক্লাব জয়ী

দোহারে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয়পাড়া ফ্রেন্ডস ক্লাব জয়ী


ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তায় চলছে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা। টুর্নামেন্টের দ্বিতীয়  সেমিফাইনালে  উপজেলার  জয়পাড়া ফ্রেন্ডস ক্লাব ২-০ তে একই  উপজেলার শিলাকোঠাকে পরাজিত করে ফাইনালে উন্নতি হয়। ৩  জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় বাস্তা মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী মাঠে দ্বিতীয়   সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।উত্তেজনাপূর্ণ খেলায় ম্যাচ সেরা ট্রফি জিতে নেয় জয়পাড়া ফ্রেন্ডস ক্লাবের  ইব্রাহীম।  


ম্যাচ সেরা ট্রফি ও জয়ী সনদটি অঞ্জন গুহ,তুষার, রবিন, শিপ্লু,আশরাফুল, তানভীর, রাব্বী,দ্বীন ইসলাম,মেহেদী, নাহিদ, সাকিব, আসিফ,আজিম, তামিম, সিয়াম, তরুনদের হাতে থেকে গ্রহণ করেন টিম ম্যানেজার ইসমাইল এবং ম্যাচ সেরা ইব্রাহিম। তাদের সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমির কর্মকর্তা মোঃ সুজন ও তার সহকর্মীরাখেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবিন শাহ ফকির ও পলাশ শিকদার।

 মিডিয়া পার্টনার হিসাবে টুর্নামেন্টর খেলা গুলো  দৈনিক আগামীর সময় অনলাইন প্রোটালে সরাসরি  দেখানো হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন মাদবর  মিডিয়া পার্টনার ও দৈনিক আগামীর সময় পত্রিকার  সহকারী সম্পাদক আবুল হাশেম ফকির, ক্রীড়াবিধ শাহজাহান ফকির, বিশিষ্ট কলামিস্ট কবি সঞ্চয় কবির,মাসুদ খান,মোবারক হোসেন ভুট্টো, মেম্বার প্রার্থী মোঃ উজ্জ্বল মোল্লা সহ টুর্নামেন্ট প্রানবন্ত করে তুলতে যারা দায়িত্ব পালন করছে, মোঃ সবুজ হোসেন, ফাহাদ হোসেন, গিয়াস উদ্দিন, আবুল খায়ের। 

টুর্নামেন্টির মিডিয়া পার্টনার দৈনিক আগামীর সময় পত্রিকা।

আপনি আরও পড়তে পারেন