মহম্মাদপুরে মধুমতি নদীতে দেড় কিলোমিটার অবৈধ বাঁশের বাঁধ অপসারণ করলেন এসিল্যান্ড।

মহম্মাদপুরে মধুমতি নদীতে দেড় কিলোমিটার অবৈধ বাঁশের বাঁধ অপসারণ করলেন এসিল্যান্ড।

মহম্মাদপুর ( মাগুরা) প্রতিনিধি।


মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর দেউলি এলকায়  পদ্মার শাখা মধুমতি নদীতে প্রায় দেড় কিলোমিটার  আড়াআড়িভাবে বাঁশের অবৈধ বেড়া দিয়ে মাছ শিকার  করছেন স্থানীয় প্রভাবশালী একটি চক্র। 


 নদীর এই এলাকায় ঐ চক্রটি কয়েক বছর ধরেই এভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছে। বাঁধ দেওয়ার সঙ্গে নদীর দুই পারের ফরিদপুরের বোয়ারমারি ও মাগুরা উভয় জেলার লোকজন জড়িত।

এ বিষয়ে খবর পেয়ে মহম্মদপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট   হরেকৃষ্ণ অধিকারী মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে বাঁধ অপসারণ করেন। অভিযানের সময়  তার সাথে উপজেলা মৎস বিভাগের কর্মকর্তা ও মহম্মাদপুর থানা পুুুুলিশের অফিসার বৃৃৃৃন্দ উপস্থথিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নদী বা জলাধারের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এমন কোনো বাঁধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, যাতে করে মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। মাছের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ।এর পূর্বে ঝামাবাজার রক্ষার নদী শাসনের ব্লকের ভাঙ্গনের দৃশ্য পরিদর্শন করেন। 

আপনি আরও পড়তে পারেন