করিমগঞ্জের মাদকমুক্ত সমাজ গড়তে চান নাজমুল সাকির নূরু শিকদার

করিমগঞ্জের মাদকমুক্ত সমাজ গড়তে চান নাজমুল সাকির নূরু শিকদার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান গুনধর ইউপির বর্তমান চেয়ারম্যান  নাজমুল সাকির নূরু শিকদার।৮ নং গুনধর ইউপি নির্বাচন সামনে রেখে উন্নয়নের প্রতিশ্রতি দিয়ে ৯টি ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।বাংলাদেশের মধ্যে গুনধর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে তিনি ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন।

গত নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে ছিলেন।তিনি এলাকার উন্নয়নে রাস্তাঘাট,ব্রিজ,কালভার্ট,স্কুল,মসজিদ,মাদ্রাসার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করিয়েছেন।গুনধর ইউপি চেয়ারম্যান নাজমুল সাকির নূর শিকদার বলেন,বর্তমানে সফলতার সঙ্গে গুনধর ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।করোনাকালে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেয়ার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি।পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে গুনধর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে।উন্নয়নের ধারা অব্যাহত ও গরীব ও দু:খী মানুষের নি:স্বার্থ ভাবে সেবা করার জন্য পুনরায় আরেকবার গুনধর ইউনিয়ন বাসীর দোয়া ও সহযোগীতা চাই।আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি গ্রাম-গঞ্জে গণসংযোগ করছেন।দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে সময় পার করছেন তিনি।রাজনীতির পাশাপাশি নিজ এলাকার মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি।মানুষের যে কোনো প্রয়োজনে ছুটে যাচ্ছি।সব সময় চেষ্টা করছি তাদের পাশে থাকার ও সামর্থ্য অনুযায়ী করার।তিনি আর ও বলেন,আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই,কাজে বিশ্বাসী।যেহেতু শুরু থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি তাই আল্লাহ যদি রহমত করেন পুনঃরায়  চেয়ারম্যান নির্বাচিত হয়েও অসহায় মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

আপনি আরও পড়তে পারেন