করিমগঞ্জের ইউনিয়ন স্টুডেন্ট’স অর্গানাইজেশান এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

করিমগঞ্জের ইউনিয়ন স্টুডেন্ট'স অর্গানাইজেশান এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুনধর ইউনিয়নে “রক্তের গ্রুপ জানুন,প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন” এ স্লোগানকে সামনে রেখে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গুনধর ইউনিয়ন স্টুডেন্ট’স অর্গানাইজেশন এর এক যুগ পূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,নবীন বরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।গুনধর ইউনিয়ন স্টুডেন্ট’স অর্গানাইজেশান নামে সামাজিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি)দুপুর ১২ টার দিকে উরদিঘী দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিনামূল্য দুই শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম।

পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি তরিকুল ইসলাম।ক্যাম্পেইন পরিচালনা করেন অর্থ সম্পাদক  সিরাজুল ইসলাম। সাবেক সহযোগিতায় ছিলেন এস এম মাছুম,শফিকুল ইসলামসহ সব সদস্য।এসময় উপস্থিত ছিলেন, উরদিঘী দাখিল মাদরাসা সুপার মো:মাহতাব উদ্দিন, করিমগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য জুনাঈদ কবির,ইঞ্জিনিয়ার সাইদুর রহমান,নানশ্রী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিরুল ইসলাম,পশ্চিম ভাটিগাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েত উল্লাহ,মোস্তাফিজুর রহমান মারুফ  প্রমুখ।

এ ক্যাম্পেইনে অংশ গ্রহন করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ ওয়াসীমুদ্দীন মুসলিম হল রক্তবর্ণ(স্বেচ্ছায় রক্তদাতাদের) একটি সামাজিক সংগঠন।

আপনি আরও পড়তে পারেন