নিউ লাইফ মেডিকেল: ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে ক্ষুব্ধ রোগীরা

নিউ লাইফ মেডিকেল: ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে ক্ষুব্ধ রোগীরা

স্টাফ রিপোর্টার:

 ডাক্তার আসবে সকাল ১০ টায়৷ কিন্ত ১০: ৪৫ পেরিয়ে গেলেও ডাক্তার অার আসে না৷ ১০ টার কথা শুনে দীর্ঘক্ষণ ধরে বসে থাকেন রোগী৷  ঢাকার নবাবগঞ্জের নিউ লাইফ মেডিকেলে এসে রোগী হয়ে যায় আরো রোগী। বেসরকারি হাসপাতাল সেবার কথা বলললেও এর একটু অংশও নেই৷ এতে রোগীরা হয়রানির শিকার হচ্ছে বলে একাধিক অভিযোগ এই হাসপাতালের বিরুদ্ধে। 


তারা জানান, সময় লেখা অাছে ডাক্তার ১০ টায় অাসবে৷ কিন্ত অাসেন সাড়ে ১০ টা বা প্রায় ১১ টার দিকে। এটা শুরু একদিন নয়, প্রতি শুক্রবারই একই অবস্থা হয়ে থাকে৷ এতে রোগীদের পড়তে হয় বিড়ম্বনায়৷ দীর্ঘক্ষণ বসে থেকে বিরক্তিকর মনে করে অনেকেই পরবর্তীতে অার এই হাসপাতালে চিকিৎসা নিতে অাসেন না৷ 


তারা আরো জানান, বেসরকারি হাসপাতালে টাকা দিয়ে ডাক্তার দেখাবো তাও অাবার এত সমস্যা। এত ভোগান্তি। যেহেতু তারা টাকা নিবে সেহেতু সেবাটাও ঠিকমত দিবে৷ কিন্ত টাকার বিনিময়ে মানসম্মত কোন সেবাই নেই৷ ১০৮, ১০৯, ১১০ নং কক্ষের সামনে বসে রয়েছেন দীর্ঘক্ষন ধরে৷ ডাক্তারের কোন খবর নেই। 


এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা জানান, ডাক্তার এখনই যাবে৷ 

আপনি আরও পড়তে পারেন