ভারতের প্রজাতন্ত্র দিবসে কঠোর আন্দোলনের ডাক কৃষকদের

ভারতের প্রজাতন্ত্র দিবসে কঠোর আন্দোলনের ডাক কৃষকদের

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় দেড় মাস ধরে বিক্ষোভ করে আসছেন ভারতীয় কৃষকরা। সঙ্কট নিরসনে তাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসলেও সমাধানে পৌঁছাতে পারেনি বিজেপি সরকার। কনকনে ঠাণ্ডার মধ্যেই দাবি আদায়ে রাজপথে আন্দোলনকারীরা।

দাবি আদায় না হলে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছেন কৃষকেরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লিতে ট্র্যাক্টর র‌্যালির আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা দশ হাজারের বেশি মানুষ অংশ নেয়। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এ র‌্যালি বলে জানায় তারা।

চলমান বিক্ষোভের মধ্যেই অষ্টমবারের মতো শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র আহ্বানে আয়োজিত বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তুমার, খাদ্যমন্ত্রী পিয়ুশ গোয়াল এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী সোম প্রকাশ উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে, সোমবার কৃষকদের সাথে বৈঠক করেন বিজেপি সরকারের মন্ত্রীরা। দীর্ঘ আলোচনা করেও সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। 

আপনি আরও পড়তে পারেন