‘করোনাকালে ৪০ ভাগ মানুষ দারিদ্র্যের প্রান্তসীমায় চলে গেছে’

‘করোনাকালে ৪০ ভাগ মানুষ দারিদ্র্যের প্রান্তসীমায় চলে গেছে’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘করোনাকালে যেখানে ৪০ ভাগ মানুষ দারিদ্র্যের প্রান্তসীমায় চলে গেছে, সেখানে বাংলাদেশে ধনী বেড়েছে ১১.৪ শতাংশ। এই অসমতা মুক্তিযুদ্ধকালীন সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সমতার ঘোষণাকে অসার প্রমাণ করেছে।’

শুক্রবার (৮ জানুয়ারি) ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রবীণ এই সংসদ সদস‌্য বলেন, ‘সরকার ক্রমবর্ধমান বৈষম্যের কথা স্বীকার না করলেও এই বাস্তবতা দেশকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। এই করোনাকালেও খুন, রাহাজানি, ধর্ষণসহ অন‌্য অপরাধ বাড়ছে। এখনই রাশ টেনে ধরতে না পারলে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা যাবে না, দেশ নৈরাজ্যের গহ্বরে পতিত হবে। উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অসমতা দূর করতে সরকারের আর্থিক নীতি পরিবর্তন করতে হবে। নয়া উদারনীতিবাদী আর্থিক নীতি থেকে সাম্যবিধানের নীতিতে ফিরে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণ হ্রাসের ধারায় নামলেও, ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা দূর হয়নি। এ নিয়ে একেক ব্যক্তি একেক কথা বলায় বিভ্রান্তি বাড়ছে। নিজ দেশে ভ্যাকসিনের ট্রায়ালে বাধা, নিজ দেশের উদ্ভাবনকে সহায়তা না করা ও সর্বোপরি মহল বিশেষের ব্যবসায়িক স্বার্থকে জনস্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে। কেবল করোনা মোকাবিলাই নয়, জনগণের স্বার্থে স্বাস্থ্যব্যবস্থাকে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা থেকে বের করে ঢেলে সাজাতে হবে।’

আপনি আরও পড়তে পারেন