করিমগঞ্জে বন্যা আশ্রয় কেন্দ্র নিমার্ণ কাজের উদ্বোধন করলেন এমপি মুজিবুল হক চুন্নু

করিমগঞ্জে বন্যা আশ্রয় কেন্দ্র নিমার্ণ কাজের উদ্বোধন করলেন এমপি মুজিবুল হক চুন্নু

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নিমার্ণ(৩য়)শীর্ষক প্রকল্পের আওতায় শুক্রবার (৮ জানুয়ারি) বিকেল ৪ টার উরদিঘী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রের নিমার্ণ কাজের শুভ উদ্বোধন করলেন কিশোরগঞ্জ-৩(তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো:মুজিবুল হক চুন্নু।

এ সময় উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃআছমা আক্তার,করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো:মমিনুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, ৮নং গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল সাকির নূরু শিকদার,বিদ্যালয় কমিটির সভাপতি নাছির উদ্দিন আঙ্গুর ভূঁইয়া,সাবেক সভাপতি আ:বারী দুলাল ভূইঁয়া,উরদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আকন্দ,গুনধর ইউপি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম রতন,আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম শাহজাহান,নজরুল ইসলাম, উরদিঘী (মরিচখালী বাজার)বণিক ও ভিট মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান,গুনধর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এম জি মোস্তফা,সাধারণ সম্পাদক মাজহারুল হক আ:আলী,গুনধর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সভাপতি মারজানুর রহমান মারজান প্রমুখ।

২০১৯-২০ ইং অর্থ বছরে মের্সাস প্রকল্প বাস্তবায়ন লি: নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি শুরু করেন।দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর দুযোর্গ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আশ্রয় কেন্দ্রের নিমার্ণ কাজে প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৮ লক্ষ ২৭ হাজার ৫৯৩টাকা।যার চুক্তি মূল্য ২ কোটি ৮২ লক্ষ ৮৭ হাজার ৩৪৩ টাকা।

আশ্রয় কেন্দ্রটির ধারণ ক্ষমতা থাকবে লোক সংখ্যা ৪০০ জন,গবাদি পশু ১০০টি।আগামী ১২ মার্চ ২০২২ ইংতারিখে নিমার্ণ কাজটি শেষ হওয়ার প্রত্যাশা রয়েছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুনধর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম খান।

আপনি আরও পড়তে পারেন