মহম্মাদপুরে মুজিববর্ষ বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গাকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন মহম্মাদপুর।

মহম্মাদপুরে মুজিববর্ষ বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গাকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন মহম্মাদপুর।

মহম্মাদপুর(মাগুরা) প্রতিনিধি 


মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে রবিবার (১০ জানুয়ারি) বিকেলে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির আয়োজনে  শেখ রাসেল মিনি স্টেডিয়ামে  মুজিববর্ষ বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের  ফাইনালে চুয়াডাঙ্গাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহম্মদপুর উপজেলা ফুটবল একাদশ।

খেলার প্রথধমার্ধের পঁচিশ মিনিটের সময় মহম্মদপুরের পক্ষে   নাইম একমাত্র গোলটি করেন।


 মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন।  মহম্মদপুর ফুটবল দলের নাইম সেরা খেলোয়াড়ের ও সুজন টুর্ণামেন্ট সেরা খেলোয়াড়  নির্বাচিত হন।


খেলার প্রথমার্ধে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সাংসদ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।


 বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম,  উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারি কমিশনার (এসি ল্যান্ড)  হরেকৃষ্ণ অধিকারী ও এ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক এছাড়াও মাগুরা জেলা ক্রিড়া সংস্থা ও মহম্মাদপুর উপজেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। মাঠের চতুর্থ দিকে কানায় কানায় পূর্ন ছিল দর্শনার্থী। মুজিববর্ষ উপলক্ষে মাগুরা আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। 

আপনি আরও পড়তে পারেন