হাবিপ্রবিতে ড্রোন ওড়াতে লাগবে অনুমতি

হাবিপ্রবিতে ড্রোন ওড়াতে লাগবে অনুমতি

আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধিঃ


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আকাশসীমায় অনুমতি ব্যতীত ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম ও রিমোট কন্ট্রোলড ক্যামেরা যুক্ত খেলনা বিমান/ড্রোন ওড়ানো নিষেধ। 


বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন।
তিনি বলেন, ক্যাম্পাসে ড্রোন ওড়াতে গেলে অবশ্যই অনুমতি নিতে হবে।তবে বিশ্ববিদ্যালয়ে ড্রোন ওড়ানোর ব্যাপারে নিদিষ্ট দিকনির্দেশনা বা নীতিমালা নেই। তাই কেউ যদি অনুমতি না নিয়ে ওড়ায় তাহলে তার বিরুদ্ধে অভিযোগ আসলে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


প্রসঙ্গক্রমে, মন্ত্রিসভায় ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।গত ১৪ সেপ্টেম্বরে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।তবে এখনো গেজেট প্রকাশ হয়নি।


মন্ত্রিপরিষদ সচিব বলেন,বিমান ও জনসাধারণের সুরক্ষা, নিরাপত্তা ও গোপনীয়তার বিষয় বিবেচনায় নিয়ে ড্রোন অপারেশন জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে “গ্রিন জোন” এলাকায় ড্রোন ওড়াতে অনুমতি লাগবে না। “ইয়েলো জোন” এলাকায় অনুমতি নিয়ে ড্রোন ওড়াতে হবে। আর “রেড জোন” এলাকায় ড্রোন ওড়ানো যাবে না।

আপনি আরও পড়তে পারেন