কপিল শর্মার ভ্যানিটি ভ্যান ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে

কপিল শর্মার ভ্যানিটি ভ্যান ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে

ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে কৌতুকশিল্পী কপিল শর্মার নতুন এই ভ্যানিটি ভ্যান। বাইরে থেকে যেমন আকর্ষণীয় ডিজাইন ভেতরে তার চেয়ে বহুগুণে রয়েছে নান্দনিকতা ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। 

পাঁচ তারকা হোটেলের মতো বিলাসবহুল গাড়িতে রয়েছে মেকআপ রুম, বিশ্রাম ঘর, আধুনিক সুবিধাযুক্ত শৌচালয়। রয়েছে টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, সয়ংক্রিয় দরজাসহ যাবতীয় সুবিধা। 

অবশ্য এমন ধরনের ভ্যানিটি ভ্যান কপিলের কাছে নতুন নয়। বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের কাছেই থাকে এমন ভ্যান। কপিলের ওই ভ্যানের ডিজাইন করেছেন দেশের অন্যতম সেরা বাহন নকশাঁকার দীলিপ ছাবারিয়া। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন আগে নতুন এই ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেছেন কপিল শর্মা। তার শোর শুটিংয়েও নাকি নিয়ে যান তার এই বিলাসবহুল ভ্যানিটি ভ্যান। 

জানা গেছে, কপিল শর্মার ভ্যানিটি ভ্যানের ডিজাইনার দিলীপ ছাবারিয়া এর আগে ডিজাইন করেছিলেন খান শাহরুখ খানের ভ্যানটিরও। যার খরচ পড়েছিল ৪ কোটি টাকা। আর কপিল শর্মার ভ্যানের দাম পড়েছে ৫ কোটি টাকা।  

আপনি আরও পড়তে পারেন