ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান ২৩ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান ২৩ লাখ টাকা জরিমানা

রিয়াজ মোল্যা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।বুধবার সকালে সদর উপজেলার গিলাবাড়ীয়া থেকে এ অভিযান শুরু করা হয়।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টীমের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।


সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও হরিণাকুন্ডু উপজেলার ৪ টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নানা অভিযোগে গুড়িয়ে দেওয়া হয়।এছাড়া দুপুর পর্যন্ত ৪ টি ইটভাটায় ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।
যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন,সকাল ১০ টা থেকে এ অভিযান শুরু হয়েছে চলবে বিকাল পর্যন্ত।দুপুর পর্যন্ত আমরা ৮ টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।


আগামী বৃহস্পতিবারও এ অভিযান চালানো হবে বলে তিনি জানান।
তথ্য নিয়ে জানা গেছে,মহেশপুর,হরিণাকুন্ডু,কালীগঞ্জ ও শৈলকুপার প্রত্যন্ত অঞ্চলে গজিয়ে ওঠা ইটভাটাগুলোতে বছরের পর বছর কোন অভিযোন চালানো হয় না।
এ সব ভাটা মালিকরা প্রশাসনের এলআর ফান্ড ও কিছু ভুইফোড় সাংবাদিককে টাকা দিয়ে ব্যারেল চিমনি বসিয়ে মন মন কাঠ দিয়ে ইট পুড়িয়ে পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।এ সব ইটভাটার বিরুদ্ধেও অভিযান চালানো দরকার।

আপনি আরও পড়তে পারেন