মোঃ রাসেল দেওয়ান চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ কচুয়া থানাধিন কোয়া ও তুলপাই পূর্বপাড়া গ্রাম থেকে মোঃ সোহেল(২৫) ও মোঃ মনির হোসেন (৪৫) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।বুধবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে জানা যায়, বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টীম কচুয়া থানাধীন কোয়া গ্রামস্থ মিস্ত্রি বাড়িতে বেলা আড়াইটা হতে ৩ টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোহেল(২৫), পিতা-শাহজাহানকে তার নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে ১(এক)কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।এ বিষয়ে উপপরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে।পরে আটককৃত আসামী সোহেলের তারই তথ্য মতেকচুয়া থানাধীন তুলপাই পূর্বপাড়া গ্রামের আকরাম আলীর বাড়িস্থ আসামীর নিজ দখলীয বসতঘর বিকাল ৫ হতে সাড়ে ৫টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ মনির হোসেন(৪৫),পিতা-মৃত সুর্যত আলীকে তার নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে ২(দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।এ বিষয়ে পরিদর্শক বাপনসেন বাদী হয়ে কচুযা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে এধরনের মাদক বিরোধী অভিযান চলবে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।