রাজবাড়ীর দৌলতদয়িা যৌনপল্লী থকেে ১৪ কশিোরী উদ্ধার

রাজবাড়ীর দৌলতদয়িা যৌনপল্লী থকেে ১৪ কশিোরী উদ্ধার

রাজবাড়ীপ্রতনিধিীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজলোর দৌলতদয়িা যৌনপল্লী থকেে ১৪ কশিোরীকে উদ্ধার করছেে পুলশি। বুধবার (২০ জানুয়ার)দুপুরে সংবাদ সম্মলেনে এ তথ্য জানান রাজবাড়ী পুলশি সুপার এম এম শাকলিুজ্জামান।
তনিি জানান, মঙ্গলবার (১৯ জানুয়ার)যৌনপল্লী থকেে ৯৯৯ নম্বরে ফোন দনে এক খদ্দরে। পরে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস)আব্দুল্লাহ আল তায়াবীরসহ পুলশিরে একটি দল সখোনে অভযিান চালায়। এ সময়যৌন পল্লীর নাজমা বগেমরে বাড়ি থকেে তনি কশিোরীকে উদ্ধার করা হয়।
পরে তাদরে তথ্যরে ভত্তিতিে একই বাড়রি একটি তালাবদ্ধ কক্ষ থকেে আরও ১১ কশিোরীকে উদ্ধার করা হয়।
পুলশি সুপার এম এম শাকলিুজ্জামান বলনে, উদ্ধার কশিোরীরা বভিন্নি সময় পাচার চক্ররে মাধ্যমে দৌলতদয়িা যৌনপল্লীতে আস। সেখোনে তারা মানবতের জীবন-যাপন করছলি।


পুলশি সুপার আরও বলনে, উদ্ধার হওয়া কশিোরীদরে আদালতরে মাধ্যমে স্বজনদরে কাছে হস্তান্তর করা । কারো নাম-পরচিয় শনাক্ত না হলে তাদরে সফে হোমে পাঠানো হব।
উদ্ধার হওয়া কশিোরীরা জানায়, ভালো চাকররি প্রলোভনে তাদরে যৌনপল্লীতে বক্রিি করা হয়। কছিু বললে বাড়ওিয়ালি নাজমাসহ তার সহযোগীরা আমাদরে উপর অমানবকি নর্যিাতন চালাত ঠকি মতো খাবার দয়ো হতো না। এখন আমরা বাড়তিে আমাদরে বাবা-মায়রে কাছে ফরিে যতে চাই।
কশিোরীরা আরও জানায়, জোর করে তাদরে দহেব্যবসা করানো হতো। খদ্দরে থকে যে টাকা পতে, সে টাকা বাড়ওিয়ালি নয়িে যতে। বাড়ওিয়ালসিহ অন্যরা ভালো খাবার খলেওে তাদরে দয়ো হতো বাসি পচা খাবার।
সংবাদ সম্মলেনে অতরিক্তি পুলশি সুপার মো. সালাহউদ্দনি, ডআিইও-১ সাইদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডআিইও-২ প্রাণবন্ধু চন্দ্র বশ্বিাস উপস্থতি ছলিনে ।

আপনি আরও পড়তে পারেন