মেসিবিহীন বার্সার কষ্টার্জিত জয়

মেসিবিহীন বার্সার কষ্টার্জিত জয়

কোরনিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা দেলরের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল মেসিবিহীন বার্সেলোনা। 

ক’দিন আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয় বার্সেলোনার। এবার সেই আক্ষেপ ভুলে, কোপা দেলরেতে স্বস্তির জয়ে শেষ ষোলোতে পা রাখল রোনাল্ড কোম্যানের দল।

নিষেধাজ্ঞা থাকায় ছিলেন না লিওনেল মেসি। সেই সঙ্গে জর্দি আলবা, ছন্দে থাকা মিডফিল্ডার ডি ইয়ং ও ফরোয়ার্ড দেম্বেলেকে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। তারপরও গ্রিজম্যান-ব্রাথওয়েটরা বলের দখল নিয়ে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে। তবে ৩৯ মিনিটে সুযোগ পেয়েও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থতার পরিচয় দেন পিয়ানিচ।

বিরতির পরও গোল মিসের মহড়া বার্সা শিবিরে। ৫৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন গ্রিজম্যান। এরপর যেন হতাশার গল্প আরো বাড়ে। ৮০ মিনিটে স্পট কিক থেকে গোল করতে পারেনি দেম্বেলেও।

এরপর অবশ্য অতিরিক্ত সময়ে দেম্বেলের গোলে লিড নেয় বার্সেলোনা। ম্যাচের শেষ মুহূর্তে কোরনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্রাথওয়েট। তাতেই ঘাম ঝরানো জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

আপনি আরও পড়তে পারেন