অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, প্রতিবাদে রাস্তায় শিল্পীরা

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, প্রতিবাদে রাস্তায় শিল্পীরা

কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকির প্রতিবাদে কলকাতার টলিপাড়ার এক অংশের শিল্পী কলাকুশলীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। 

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ধর্মতলার এই প্রতিবাদ সভায় হাজির হয়েছিলেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানও। ছিলেন গৌতম ঘোষ, প্রতুল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকসহ অনেকেই।

ঘটনার সূত্রপাত সম্প্রতি কলকাতার একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে বিজেপির একজন শীর্ষনেতা নেতাকে অভিনেত্রী দেবলীনা দত্তের প্রশ্নের পর। সেই প্রশ্ন নিয়ে বিজেপির রোষানলে পড়েন অভিনেত্রী। 

এর কয়েকদিন আগে একইভাবে বিজেপির প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কে জড়িয়ে পড়েন সায়নী ঘোষ নামের আরও এক জনপ্রিয় অভিনেত্রী।

দুইটি ঘটনার ক্ষেত্রে অভিযোগ উঠে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুইজনকেই ধর্ষণের হুমকি দেয় বিজেপির এক শ্রেণির নেতা-সমর্থকরা। 

এমন কী দুই দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে একটি রাজনৈতিকসভায় দাবি করেন, বিজেপির নেতাদের কেউ কেউ ওই অভিনেত্রীদের ধর্ষণ করার হুমকি দিচ্ছেন। 

অভিনেত্রীদের এই ধর্ষণের হুমকির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় টালিপাড়ার শিল্পীদের এক অংশ প্রতিবাদে ফেটে পড়েন। মঞ্চে উঠে ধর্ষণের হুমকি দাতাদের পাল্টা হুমকি দেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানও। এ সময় নুসরাতের সঙ্গে যোগ দেন পরিচালক গৌতম ঘোষ, কাঞ্চন মল্লিকরাও।

নুসরাত জাহান বলেন, আমাদের ধর্ষণ করবে? সাহস থাকলে এসো। আমাদের বাড়ির লোক আছে, ভাই আছে, দাদা আছে আমাদের মাথার ওপর লোক আছে। বাড়িতে বটি আছে, খুন্তিও আছে।

পরিচালক গৌতম ঘোষ বলেন, আজ সবাইকে এই ঘটনার প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে হবে।

তবে টালিপাড়ার যে শিল্পীদের এদিন প্রতিবাদে দেখা গেছে তাদের মধ্যে অনেকেই তৃণমূলপন্থী শিল্পী পরিচালক ও কলাকুশলী বলে পরিচিত মুখ। তাই এই প্রতিবাদের পেছনেও আসন্ন বিধানসভা ভোটের রাজনীতি রয়েছে বলেও মনে করছেন অনেকেই।

আপনি আরও পড়তে পারেন