‘মুক্তি’ সিনেমা নিয়েই ভাবছি: রাজ রিপা

‘মুক্তি’ সিনেমা নিয়েই ভাবছি: রাজ রিপা

বর্তমান প্রজন্মের নায়িকা রাজ রিপা। কাজ করছেন ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমায়। শুটিং সেটে সময় টিভির সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন বিভিন্ন তথ্য। পাঠকদের জন্য আলাপের চুম্বক অংশটুকু তুলে ধরা হলো।

কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভালো আছি।

‘মুক্তি’ সিনেমাটি সম্পর্কে যদি কিছু বলতেন?
আমাদের সমাজে নারীরা পদে পদে বিপদের সম্মুখীন হই, আমাদের ওঠে দাঁড়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন পাড়া-প্রতিবেশী, সমাজের মানুষজন, পরিবার, কোনো একটা কাজ শিখতে গেলে বাধা দেয়, সেই বাধাটা কতটুকু খারাপ হয়ে দাঁড়ায় একটা মেয়ের জন্য, সেটা ‘মুক্তি’ সিনেমাতে তুলে ধরা হবে।

সিনেমাটি কি গ্রামীণ পটভূমি নিয়ে তৈরি?
হ্যাঁ, নোয়াখালী গ্রামের একটি মেয়ের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামে যেহেতু মেয়েদের সমস্যা একটু বেশি হয়, এ জন্য পরিচালক ইফতেখার চৌধুরী স্যার সিনেমাটি গ্রামের পটভূমি নিয়েই তৈরি করছেন।

সামনে আপনার আর কী কাজ আছে?
‘মুক্তি’ সিনেমা নিয়েই ভাবছি এখনো, অন্যকিছু ভাবছি না।

শুধু কি চলচ্চিত্রই করবেন?
হ্যাঁ, আমি অন্য কাজ করতে চাচ্ছি না। আমি চলচ্চিত্র নিয়েই থাকতে চাই।

এ ছাড়া আর কিছু করছেন?
পড়াশোনা। ইন্টার কমপ্লিট করেছি, এখন চারুকলায় ভর্তি হব। যদিও দুই বছরের একটা গ্যাপ পড়েছে।

আপনার দর্শকদের উদ্দেশে কিছু বলুন?
দর্শকদের উদ্দেশে বলব, মুক্তি সিনেমা করছি। এখানে অনেক কষ্ট করছি, আপনারা সিনেমাটি হলে এসে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এক পা-ও আগাতে পারব না।

আপনি আরও পড়তে পারেন