রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন্ত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সোয়া একটার দিকে নগরীর মির্জাপুর এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

শিক্ষার্থীর নাম মুবাশ্বিরা তাহসিন ইরা। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়ার কোনাবাড়ি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান এবং রাজশাহী মতিহার সার্কেলের এডিসি একরাম হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে মোবাশ্বিরার সঙ্গে সর্বশেষ কথা হয় অন্য ছাত্রীদের। তারপর কোন সাড়াশব্দ না পেয়ে ও দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করা হয়। পরে এক পর্যায়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান ছাত্রীনিবাসের অন্য শিক্ষার্থীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মতিহার থানা পুলিশ ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান। তারপর ওই ছাত্রীর বাড়িতে খবর দেন তারা।

এ ব্যাপারে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, কী কারণে এ ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার সার্কেলের এডিসি একরাম হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। যথাযথ তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আপনি আরও পড়তে পারেন