নওগাঁর বদলগাছীতে ৪ বন্ধুর স্বপ্নের আম বাগানের আমগাছ রাতের আধারে কেটে ফেললো দূর্বৃত্তরা

নওগাঁর বদলগাছীতে ৪ বন্ধুর স্বপ্নের আম বাগানের আমগাছ রাতের আধারে কেটে ফেললো দূর্বৃত্তরা

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রাম সংলগ্ন হাটশাপিলা মৌজায় রাতের আধারে শত্রুতা মূলক ভাবে দূর্বৃত্তরা কেটে ফেললো ৪ বিঘা জমির প্রায় ৬শত আম্রপালী আমগাছ। ওই আম বাগানের মালিকগন ৪ বন্ধুর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

উপজেলার গয়েশপুর গ্রামের তারা ৪ চারজন বন্ধু মির্জা ইউসুব আলী বিপ্লব, মাহবুব আলম চৌধুরী বাবু এবং এলভি চৌধুরী ও মেহেদী চৌধুরী । এদের মধ্যে এলভি চৌধুরী ও মেহেদী চৌধুরী ঢাকায় থাকেন। তারা ৪ বন্ধু এলাকায় নতুন কিছু করার বা উপহার দিতে এবং বেকারদের অনুপ্রেরণা জোগাতে জমি লীজ নিয়ে এ আম বাগান, ষ্ট্রবেরী ও ড্রাগণ ফলের চাষ শুরু করেন। গত ১ বছর আগে ৪ বন্ধুর সিদ্ধান্তক্রমে গয়েশপুর গ্রাম সংলগ্ন হাটশাপিলা মৌজায় ৪ বিঘা জমিতে আম বাগান তৈরি করেন। প্রায় অধিকাংশ গাছে এবার মকুল এসেছে। শুক্রবার দিবাগত রাতে আম বাগানের ৬শত আম গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা ।

একই গ্রামের মির্জা  মোঃ আবু মুসা জানান, তিনি মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে দেখতে পায় যে বাগানের গাছগুলি কেটে ফেলা হয়েছে।

এদিকে আম গাছ কেটে ফেলায় বাগান মালিকগণ বলেন, আমরা এলাকায় সবুজের ছায়া দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের এই স্বপ্ন চুরামার করে দিল। আমাদের কোন শত্রু নাই, কারো সাথে কোন বিরোধ নাই। তাহলে কোন শত্রুতায় গাছ কাটলো।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, এবিষয়ে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনিসহ ২জন তদন্তকারী অফিসার বাগানটি পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

আপনি আরও পড়তে পারেন