বান্দরবানে ২৫ রোহিঙ্গা শ্রমিক আটক

বান্দরবানে ২৫ রোহিঙ্গা শ্রমিক আটক

বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে দুর্গম ছোটবেতিতে অভিযান চালিয়ে ২৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। 

শনিবার (০৬ ফেব্রুয়ারি) গভীর রাতে আটককৃতদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর উপজেলার দুর্গম ছোটবেতিতে বিপুলসংখ্যক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২৪ জনকে আটক করে সেনাবাহিনী। পরে আলীকদম সদরে আসার পথে কানামাঝি চেকপোস্টে আরও এক রোহিঙ্গাকেও আটক করা হয়। পরে রোহিঙ্গাদের শনিবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই ব্যাপারে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, আটক রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে। 

আপনি আরও পড়তে পারেন