দোহারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দোহারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আবুল হাশেম ফকির :
 ঢাকা জেলা দোহার নবাবগঞ্জ উপজেলার উন্নয়নের অভিভাবক সালমান এফ রহমান এমপি’র নেতৃত্বে দোহার নবাবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদের দোহার নবাবগঞ্জ উপজেলার উন্নয়নে একসাথে কাজ করার আহবান জানান গতকাল ১২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকা দোহারের কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের বাসভবনে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  নির্মল রঞ্জন গুহ এ কথা বলেন।


তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য পিতার যোগ্য কন্যা,সাহসী পিতার সাহসী কন্যা জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বনন্দিত নেতা। তার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে থাকা বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। তাই আমরা তার কর্মি হিসেবে আমাদের যার যেখানে দায়িত্ব দিয়েছে এবং আগামীতে দিবে তাদের সেখান থেকে কাজ করে যেতে হবে। দেশের সাহসী ও গর্বিত সন্তান  বীর মুক্তিযোদ্ধাদের  সন্মান ও উপহার দিয়ে বলেন, আমি সবসময় আপনাদের পাশে  আছি এবং আগামীতেও থাকবো আপনারা আমার ভালো কাজের পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। এছাড়াও  ভয়াবহ প্রাণঘাতী করোনা ভাইরাস কভিড-১৯ করোনার করুন কালে ভয়কে জয় করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে খোঁজখবর নিয়েছেন খাদ্য সামগ্রী, বন্যায় ত্রাণ ও করোনা প্রতিরোধক সামগ্রী, শীতবস্ত্র সহ বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, তিন তিনবার নদী ভাঙ্গা জনবান্ধব নেতা নির্মল রঞ্জন গুহ। 


এসময়ে নবাবগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী,নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা  কে, এস, আলম পোখরাজ এর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে (১) এক মিনিট নিরবতা পালন করে সন্মান জানানো হয়। গতকাল ১২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ির উঠানে মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠণের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রখ্যাত গীতিকার হাসান মতিউর রহমানের সঞ্চালনায় পঞ্চাশোর্ধ সংখ্যক  মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্র বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগ নির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম করম আলী,কুসুম হাটি ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ওমর আলী শিকদার।উপস্থিত ছিলেন,  উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন, মোল্লা মোঃ হাবিবুর রহমান, আঃ গফুর, আবুল হাশেম ভূইয়া,  আঃ মালেক প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন