ঢাকা ১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমান এমপি’র বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সিদ্ধান্ত নেন

সালমান ফজলুর রহমান এমপি'র বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সিদ্ধান্ত নেন


মাকসুমুল মুকিম, দোহার- নবাবগন্জ (ঢাকা)
দোহার-নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা, দোহার-নবাবগঞ্জের উন্নয়নের ধারক ও বাহক। আধুনিক দোহার-নবাবগঞ্জ গড়ার কারিগর । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এম.পি ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সিদ্ধান্ত হয় যে, মৈনটঘাটের বাহ্রা বাজার হইতে মাঝিরচর পর্যন্ত ১০.৫ কি.মি. পদ্মা নদীর বামতীর বাধের কাজের সংরক্ষণের সিদ্ধান্ত হয় এবং মুকসুদপুর শাইনপুকুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর কাজের সংরক্ষণের সিদ্ধান্ত হয়। যা মাঝিরচর হইতে মুকসুদপুর পর্যন্ত চলমান কাজের সাথে সম্পূর্ণ হবে। 

নবাবগঞ্জের কালীগঙ্গা বাম তীর  সংরক্ষণের বাধের কাজের বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। যার আনুমানিক খরচ ৪০০ কোটি টাকা।  *ইছামতী নদীর খনন,কাইশাখালী বাধের রেগুলেটর ও কার্তিকপুর বাজারের খালের রেগুলেটর যাতে করে পদ্মা নদীর পানি প্রবাহিত হতে পারে এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয় ।  যার আনুমানিক খরচ ২০০ কোটি টাকা। এমন সিদ্ধান্ত ও প্রকল্পের কাজ হাতে নেওয়ায়  দোহার-নবাবগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় সাংসদ জনাব সালমান এফ রহমানের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  এসময় আরো উপস্থিত ছিলেন, মাননীয় সাংসদ জনাব সালমান এফ রহমানের স্নেহাশিস ভাতিজা ও দোহার-নবাবগঞ্জের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও নবাবগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য জনাব ইফতেখার আহমেদ হৃদয় মিয়া।

আপনি আরও পড়তে পারেন