টেস্টের পর টি-২০ সিরিজও পাকিস্তানের

টেস্টের পর টি-২০ সিরিজও পাকিস্তানের

শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ জিতেছে পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

প্রোটিয়াদের জানেমান মালান আর রেজা হ্যারিক্সসের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিলো মাত্র ১০ রান। ব্যক্তিগত ২ রানে হ্যানরিক্সস ফিরেন মোহাম্মদ নাওয়াজের শিকার হয়ে। এরপর স্মুটস, বিলজন, ক্লাসেন ব্যর্থ হলে মাত্র ৬৫ রানে ৭উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শতকের নিচে অলআউটের শঙ্কা জাগে সফরকারীদের। তবে একপাশে ডেওয়িড মালান খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৪৫ বলে করেন ৮৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৬৪ রানের সংগ্রহ পায় আফ্রিকা।

জবাবে রিজওয়ান আর হায়দার আলী মিলে ৫১ রানের ওপেনিং জুটি গড়ে। ১৫ রানে হায়দারকে ফেরান শামসি। এরপর বেশিক্ষণ টেকেননি রিজওয়ান। ফিরেছেন ৩০ বলে ৪২ করে। অধিনায়ক বাবর খেলেন ৪৪ রানের ইনিংস। শেষ দিকে নাওয়াজ আর হাসান আলী মিলে ৮ বল বাকি থাকতে দলকে জয় উপহার দেন। ১১ বলে ১৮ করেন মোহাম্মদ নাওয়াজ আর ৭ বলে ২০ রান করে হাসান আলী।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তান।

আপনি আরও পড়তে পারেন