অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ধর্ষণ, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ধর্ষণ, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

পার্লামেন্ট ভবনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলা সাবেক এক রাজনৈতিক উপদেষ্টার কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

ব্রিটানি হিজিনস নামের ওই নারীর অভিযোগ, কাজ হারানোর ভয় দেখিয়ে ২০১৯ সালে এক মন্ত্রীর কক্ষে ধর্ষণের শিকার হন। আর এ ঘটনার বিচার দাবিতে তিনি প্রধানমন্ত্রীর সাহায্য খুব কমই পান বলে দাবি করেন তিনি। 

গত সোমবার এক টিভি সাক্ষাৎকারে ব্রিটানি হিজিনস দাবি করেন, তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে তিনি হতভম্ব ও ক্ষুব্ধ। পরে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, তিনি যেভাবে ব্রিটানির অভিযোগ সামাল দিয়েছেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রী লিন্ডা রিনোল্ডসের অফিসে কর্মরত ছিলেন হিজিনস। সহকর্মীদের সঙ্গে মদপান করে বেসামাল হয়ে পড়েছিলেন তিনি।

অভিযুক্ত ব্যক্তি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে পার্লামেন্টের অফিসে নিয়ে যায়। সেখানে তিনি ঘুমিয়ে পড়েন। তবে ধর্ষণের শিকার হওয়ার সময় তিনি জেগে ওঠেন। এরপরই ওই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়।

ওই অভিযোগ বর্তমানে আবারও তদন্ত করে দেখছে পুলিশ।

আপনি আরও পড়তে পারেন