কর্মস্থলেও সৎ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান গণপূর্ত প্রতিমন্ত্রীর

কর্মস্থলেও সৎ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান গণপূর্ত প্রতিমন্ত্রীর

কর্মস্থলেও সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে কর্মকর্তা‌দের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্ত ভবনের সম্মেলন কক্ষে ৩৮তম বিসিএস গণপূর্ত ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী ব‌লেন, শুধুমাত্র ধর্মীয় উপাসনালয়ে উপাসনার মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায় না, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য কর্মস্থলেও সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল থাকতে হয়। দুর্নীতি স্বজনপ্রীতি ও আত্মপ্রীতি অন্তরকে যেমন ছোট করে তেমনি কর্মস্থলের কর্ম পরিবেশ বিনষ্ট করে। কর্মস্থলে তারা নিজ কর্ম দ্বারা করেন কলুষিত।

সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন ইবাদতের শামিল। সরকার কর্তৃক অর্পিত দায়িত্বকে পবিত্র দায়িত্ব মনে করে কর্মস্থলকে পূত পবিত্র রাখতে হবে ব‌লেন তি‌নি।

যোগদানকৃতদের উদ্দেশ্য শরীফ আহমেদ ব‌লেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত  উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আপনাদেরই নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজি ওয়াসি উদ্দিন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান এবং নতুন যোগদান করা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন