দোহারে শিল্পকলা একাডেমির আলোচনা সভা অনুষ্ঠিত

দোহারে শিল্পকলা একাডেমির আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার শিল্পকলা একাডেমির মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দোহার শিল্প কলা একাডেমির তিনদিনব্যাপী মহড়া অনুষ্ঠান শুরু করা হয়েছে। 

গতকাল ১৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির দোহার উপজেলা শাখার শিল্পকলা একাডেমির নিজস্ব সভাকক্ষে  উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ  জালাল উদ্দীন এর আলোচনায় মোঃ রাজীব শরিফের সঞ্চালনায় মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দোহার শিল্প কলা একাডেমির তিনদিনব্যাপী মহরা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 আলোচনার মুলে ছিলো অনুষ্ঠানটি ২০ শে ফেব্রুয়ারী রাত ৯ টা থেকে ১১/৩০ পর্যন্ত রতন চত্বরের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে।এসময় সকল শিল্পী, কলাকৌশলী কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। 


এসময় উপস্থিত ছিলেন, আবুল হাসেম ফকির,হেলেনা আক্কাস, নিলুফা ইয়াসমিন, সালেহা আক্তার, মোঃ নূরুল ইসলাম, শহীদুল ইসলাম,মোঃ সাহের উদ্দিন, কল্যানী সাহা প্রমুখ। এছাড়াও অন্যান্ন শিল্পী ও কলাকৌশল বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন