দোহারের মুকসুদপুর এলাকার জি এ কে ব্রিকস্ ইট ভাটা কে ভাম্যমান আদালতে জরিমানা

দোহারের মুকসুদপুর এলাকার জি এ কে ব্রিকস্ ইট ভাটা কে ভাম্যমান আদালতে জরিমানা

মাকসুমুল মুকিম,  দোহার- নবাবগঞ্জ প্রতিনিধি  (ঢাকা)


ঢাকার দোহার উপজেলার দক্ষিন মধুর খোলা মুকসুদপুর এলাকায় জি এ কে ব্রিকস্ কে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ১৯ ফেব্রয়ারী শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোটের মাধ্যমে অভিযান করে মৃত হাজী নুর মোহাম্মদ খালাসীর পুত্র মোঃ শাহজাহান (৪৯) কে  ২ বছর যাবত অবৈধভাবে ইট ভাটা চালানো অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারায়  ৫০ হাজার টাকা নগদ অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে এবং পরিবেশ ছাড়পত্র ও ইটপোড়ানোর লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। মোবাইল কোট পরিচালনা করেন  সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জ্যোতি বিকাশ চন্দ্র।  


এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন আমাদের অভিযান চলছে এবং  অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এ এস আই আবুল কামাল আজাদের নেতৃত্বে দোহার থানা পুলিশ ফোর্স।

আপনি আরও পড়তে পারেন