দোহারের কুসুমহাটি ইউনিয়নে নির্মিত হচ্ছে ৩৩ কেভি পাওয়ার গ্রিড

দোহারের কুসুমহাটি ইউনিয়নে নির্মিত হচ্ছে ৩৩ কেভি পাওয়ার গ্রিড

আবুল হাশেম ফকির 


ঢাকা দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই  সাইনবোর্ড সংলগ্ন ৪০.৫৬ শতাংশ জায়গায় কুসুমহাটি, রাইপাড়া ইউনিয়ন বাসিন্দার জন্য  নির্মিত হচ্ছে ৩৩ কেভি পাওয়ার গ্রিড। নবাবগঞ্জ এর চালনাই পাওয়ার গ্রিড থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখান থেকে নির্মিত চরকুশাই পাওয়ার গ্রিডে এসে জমা হওয়া ওই বিদ্যুৎ কুসুমহাটি, রাইপাড়া ইউনিয়নবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবে। বর্তমানে খুটি বসানোর কাজ চলছে এবং নিদিষ্ট যায়গায় দ্রুত মাটি ভরাটের কাজও দ্রুত এগিয়ে চলছে। 

মাটি ভরাট কাজ সম্পূর্ণ হলে নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ থেকে সমস্ত মেটেরিয়াল আসতে শুরু করবে। ইতোমধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়েছে, এখন সুধুই সময়ের ব্যাপার বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকদিন আগে আনঅফিশিয়াল ভাবে  নবাবগঞ্জের চালনায় নির্মিত  পাওয়ার গ্রিডটি চালু হয়েছে।সারা বাংলাদেশে আরো বেশ কয়েকটি পাওয়ার গ্রিডের কাজ সম্পূর্ণ হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও ভারচুয়াল এর মাধ্যমে সবক’টি পাওয়ার গ্রিডের উদ্বোধন করবেন বলে সুত্রে জানা যায়। নবাবগঞ্জ  দোহারবাসী এখন 

আপনি আরও পড়তে পারেন