প্রধানমন্ত্রীর কারণে মুঠোফোনে বাংলা বার্তা পায়: তাপস

প্রধানমন্ত্রীর কারণে মুঠোফোনে বাংলা বার্তা পায়: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে বাংলার ব্যবহারে বারবার নির্দেশনা দিয়ে চলেছেন। আজকে মুঠোফোনে যে বাংলা বার্তা আমরা পায়, তা প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএসসিসি এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

মেয়র বলেন, ‘১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলনের যে সূত্রপাত, তার অন্যতম পুরোধা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেমনি ১৯৭৫ সালের ১৫ অগাস্টের পরে মুক্তিযুদ্ধের সব ইতিহাস থেকে জাতির পিতাকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। তেমনি পঁচাত্তরের পরে ভাষা আন্দোলনসহ তার আগের অবদানগুলো মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। ভাষা আন্দোলন থেকেই আসলে স্বাধীনতা সংগ্রামের মূল সূচনা, সেটাও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।’

অনুষ্ঠানের শুরুতে খ্যাতিমান অভিনেতা প্রয়াত এটিএম শামসুজ্জামান এবং ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আপনি আরও পড়তে পারেন