পঞ্চগড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের পা বিছিন্ন ,আহত-৫ জন

পঞ্চগড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের পা বিছিন্ন ,আহত-৫ জন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের  তেঁতুলিয়ায় গ্যাস দিয়ে বেলুন ফুলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে।  আহতদের মধ্যে অবস্থা আশংকাজনক ৪ জনের। শনিবার (২৭-ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২.৩০ মিনিটে তেঁতুলিয়া বাজারের চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী রহিমের ভাড়া দেয়া দোকানে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, বেলুনে গ্যাস দেয়া মূল কারিগর ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল গ্রামের ইউনুস (৩০), রাতনগর গ্রামের আঃ খালেকের ছেলে হাফিজ (৩৫), রাতনগর গ্রামের আঃ গফুরের ছেলে কবিরুল (৩০), রাণীশংকৈলের বাবুলের ছেলে সাব্বির (১৮) ও তেঁতুলিয়ার বেকারি আব্দুর রহমানের পুত্র ফয়সাল (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে দোকান ঘর ভাড়া নিয়ে বেলুনের ব্যবসা করছিলেন ঠাকুরগাওয়ের হরিপুর, রানীশংকৈল থেকে আসা ৬ বেলুন ব্যবসায়ী। তারা গ্যাস সিলিন্ডারের সাহায্যে বেলুন ফুলিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটবাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে বিক্রয় করতো।

ঘটনার দিন বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডারটি বিস্ফোরন ঘটলে চৌরাস্তা বাজার বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠে। পরে  খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে গিয়ে দেখা যায়, আহতদের  মধ্যে মোঃ ইউনুস আলীর ডান পায়ের উরু থেকে পা হাটু-পা বিচ্ছিন্ন হয়ে যায়।এবং তার বাম পায়ের উড়ু-তেও চামড়া ছিলে গেছে। আগুনে ঝলসে ও পুড়ে গেছে তার শরীরের বিভিন্ন অংশ। এছাড়া সাব্বিরের ডান চোখ এবং হাফিজের বাম চোখ গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে।

ঘটনাস্থলে বেলুনে গ্যাস ভরানো দেখতে গিয়ে কিশোর ফয়সালের কোমর ও পায়ের অরুতে জখম হয়েছে। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বিস্ফোরিত স্থান হতে গ্যাস সিলিন্ডারটি খন্ড খন্ড হয়ে গেছে।

এ সময় মর্মান্তিক আহত ইউনুসের ডান পা পড়ে  থাকতে দেখা যায়। যত্রতত্র স্থানে বিচ্ছিন্ন হওয়া মাংসের টুকরো পড়ে থাকতে যায়। এ বিস্ফোরণে পশ্চিম পাশের দোকান ঘরের টিরের বেড়াও ছিন্নভিন্ন হয়েছে।

এসময় বেলুনে গ্যাস ভরানোর আরো ব্লিচিং কাস্টিংসহ কয়েকটি উপকরণ ছরিয়ে থাকতে দেখা যায়। আহত বেলুন ব্যবসায়ী কবিরুল জানান, গতকালও গ্যাস ভরে সাড়ে তিনশো বেলুন বাজারে বিক্রি করেছি আমরা।

হঠাৎ করেই যে কিভাবে বিস্ফোরণ ঘটে গেল বুঝতে পারছি না। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ইয়াসার হাবীব জানান- বেলুন বিস্ফোরণে হাসপাতালে চিকিৎিসানিতে আসা ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ট করা হয়েছে।

দূর্ঘটনার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম ও সদর ইউ’পি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে আহত রোগীদের খোঁজ খবর নেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(ওসি) আবু ছায়েম মিয়া জানান- বিস্ফোরণের ঘটনাটি ভালোভাবে তদন্ত করা হচ্ছে।এখন পর্যন্ত যেটুকু জানা গেছে তারা বেলুন ব্যবসায়ী । এবং বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডারের বিস্ফোরন ঘটেছে ।

আপনি আরও পড়তে পারেন