নবীন সহকারী পুলিশ সুপারদের দিক নির্দেশনা দেন বরিশাল (পুলিশ কমিশনার)

নবীন সহকারী পুলিশ সুপারদের দিক নির্দেশনা দেন বরিশাল (পুলিশ কমিশনার)

জামাল কাড়াল বরিশাল প্রতিনিধি। 

 অপরাহ্ণে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য বিএমপি তে যোগদান করেন ৩৭তম বিসিএস এর ৪জন সহকারী পুলিশ কমিশনার। মাতৃ ইউনিটে যোগদান করে  ৪ ই মার্চ বৃহপতিবার এ সময় বিভিন্ন জেলায় গিয়ে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের পূর্বে নবীন পুলিশ কর্মকর্তাগণ মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় নবীন পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। 


এ সময় মাননীয় পুলিশ কমিশনার বিএমপি বাংলাদেশ পুলিশে যোগদানকৃত নবীন পুলিশ কর্মকর্তাদের জনসেবার ব্রত নিয়ে মানবিক গুণাবলী সম্পন্ন জনতার পুলিশ হওয়ার জন্য , জনগণের আস্থার পুলিশ হওয়ার জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার প্রকৌশলী জনাব শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা এন্ড ফোর্স বিএমপি জনাব মোঃ মাসুদ রানা।

আপনি আরও পড়তে পারেন