ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়েছে মিয়ানমার

ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়েছে মিয়ানমার

জান্তা সরকারের আদেশ এড়াতে ভারতে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে ফেরত চেয়েছে মিয়ানমার। শনিবার (৬ মার্চ) এক চিঠিতে ওই পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে নেইপিদো।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বার্থে ওই পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানায় মিয়ানমারের সামরিক সরকার।

এদিকে মিয়ানমারের সরকারি মালিকানাধীন বিয়ারের ক্যান খুলে তা পথচারীদের পায়ে ঢেলে শনিবার (৬ মার্চ) দেশটির জান্তা সরকারের প্রতি ক্ষোভ ও প্রতিবাদ জানাতে দেখা গেছে সাধারণ মানুষকে।

প্রচলিত সংস্কারের অংশ হিসেবে রাস্তার ওপরে পরনের কাপড় ঝুলিয়ে সেনা সদস্যদের হাত থেকে মুক্তির ব্যতিক্রমী চেষ্টাও চালাতে দেখা গেছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের। মিয়ারমারে প্রচলিত আছে, ঝুলন্ত অবস্থায় পরনের কাপড়ের নিচ দিয়ে গেলে অমঙ্গল হয়।

এক বিক্ষোভকারী বলেন, এখানে প্রচলিত আছে, এই ঝুলন্ত লুঙ্গির নিচ দিয়ে গেলে অমঙ্গল হয়। বর্তমান প্রজন্ম এটি বিশ্বাস না করলেও, আমাদের সেনাবাহিনী এটি এখনও বিশ্বাস করে। আর এ জন্যই আমরা তাদের হাত থেকে মুক্তি পেতে রাস্তার ওপরে এসব কাপড় ঝুলিয়েছি।

এর মধ্যেই মিয়ানমারে চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার মোমবাতি জ্বালিয়ে ও হাতে মোমবাতি নিয়ে ইয়াঙ্গুনের রাস্তায় জড়ো হন সাধারণ মানুষ। এ সময় নিহতদের স্মরণে শোকবার্তা পাঠ করেন অনেকে।

গত কয়েক দিনের ধারাবাহিকতায় শনিবারও মিয়ানমারে প্রধান শহরগুলোতে অব্যাহত ছিল জান্তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ। পুলিশ বিক্ষোভে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ অন্যান্য দিনের মতোই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। একপর্যায়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন ধরিয়ে দেয় দাঙ্গা পুলিশ।

আপনি আরও পড়তে পারেন