বড়াইগ্রাম থানার উদ্যোগে ৭ মার্চ ও আনন্দ উদযাপন

বড়াইগ্রাম থানার উদ্যোগে ৭ মার্চ ও আনন্দ উদযাপন

মোঃ সুরুজ আলী,নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ  থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি হওয়ায় আনন্দ  উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন সরাসরি সম্প্রচার, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম -গুরুদাসপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ  অতিথি হিসাবে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম,  বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা-মানব উন্নয়ন  সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা,

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান , বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাশেদুল ইসলাম , বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ সাংবাদিকবৃন্দ,  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন এবং  অন্যদের মধ্যে স্থানীয় সুধীসমাজ উপস্থিত ছিলেন। মোঃ সুরুজ আলী, নাটোর জেলা প্রতিনিধি, মোবাইল নং

আপনি আরও পড়তে পারেন