দোহারে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দোহারে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দোহার প্রতিনিধি  :ঢাকা জেলা উপজেলায় করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের  সকল শিক্ষকদের সাথে দিক নিদের্শনা ও মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। মঙ্গলবার বেলা ১১টায় দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এসময়ে করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের সাথে দিক নিদের্শনামূলক মতবিনিময় করেন বক্তারা।দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী প্রমুখ।সভায় আরও উপস্থিত ছিলেন- জয়পাড়া কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ মো. জালাল হোসেন, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন