প্রতিবন্ধী নারীকে বাস থেকে ছুঁড়ে ফেলার ঘটনায় চালক ও হেলপার গ্রেফতার

প্রতিবন্ধী নারীকে বাস থেকে ছুঁড়ে ফেলার ঘটনায় চালক ও হেলপার গ্রেফতার

 নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঢাকা বান্দুরা আন্তঃজেলা সড়কে যাত্রীবাহী বাস এন মল্লিক পরিবহনের শ্রমিক কর্তৃক, এক বাকপ্রতিবন্ধী নারীকে গত রোববার কেরানীগঞ্জের রুহিত- রামেরকান্দা নামক সড়কে  চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলার ঘটনায়, এন মল্লিক বাস মেট্রো-ব ১৩১৫২১ নাম্বারের চালক মো, সবুজ(২৫) ও হেলপার নাহিদকে কেরানীগঞ্জের কুচিয়ামারা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় তারা ঘটনায় যুক্ত বাসটিকে জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, কেরানীগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক আফরোজা আক্তার।অপরদিকে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, বাকপ্রতিবন্ধী ওই নারীকে অনেক খোঁজাখুজির পর উপজেলার টিকরপুর এলাকা থেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত নারীর নাম শিল্পী(২৫) স্বামী আমির হোসেন মোল্লা। তার বাড়ি রাজধানী কামরাঙ্গীরচর জাউলাহাটী।  এন মল্লিক পরিবহনের শ্রমিক কর্তৃক বাকপ্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলার ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে দাড়িয়ে মানববন্ধন করেছে ছাত্র জনতা। নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থিত সড়কে মানববন্ধন করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, সুধু এন মল্লিক পরিবহন নয়। সকল পরিবহন কর্তৃপক্ষকে সড়ক পথে অরাজগতা পরিহার করে  যাত্রী সেবা বৃদ্ধির আহবান জানান ।বাকপ্রতিবন্ধী নারীটি লিখিতভাবে  জানায় যে, সে দীর্ঘদিন ধরে ঢাকা- নবাবগঞ্জ,বান্দুরা সড়কে এনমল্লিক পরিবহনে যাতায়াত করতেন কোন ভাড়া ছাড়াই। কিন্তু ওই দিন তার সাথে কেন এমন করলো সে জানে না।

আপনি আরও পড়তে পারেন