জগন্নাথপুরে আলোর দিশারি কোরআন শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন

জগন্নাথপুরে আলোর দিশারি কোরআন শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে আলোর দিশারি কোরআন শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 যুক্তরাজ্য প্রবাসী শাহ মোঃ রুবেল মিয়ার সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত  ঘোষগাঁও (নয়াগাঁও) বলাই নগরে অবস্থিত আলোর দিশারি কোরআন শিক্ষা কেন্দ্র ৯ ই মার্চ বিকালে শুভ উদ্বোধন করেছেন প্রবীণ মুরব্বি মোঃ বলাই মিয়া।

এসময় উদ্বোধক প্রবীণ মুরুব্বী বলাই মিয়ার সভাপতিত্বে ও ক্বারী মাওলানা ইকরাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বি গৌছ মিয়া,  জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আলোর দিশারি কোরআন শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য আমিনুর রহমান জিলু,  চমক আলী, নূরুল ইসলাম, তাজুল ইসলাম, আলোর দিশারি কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোঃ মিটন মিয়া ও রমজান আলী প্রমুখ। শুরুতে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওঃ মোঃ মিটন মিয়া এবং দোয়া পরিচালনা করেছেন ক্বারী মাওলানা ইকরাম হোসেন। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতি মোঃ বলাই মিয়া আলোর দিশারি কুরআন শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন,  আমাদের এই এলাকার কোমলমতি শিশুরা ইসলাম ও প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে, আপনাদের এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই, আমি আশা করবো আপনারা যথাযথ ভাবে এই ইসলামী কেন্দ্রের বিকাশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আপনি আরও পড়তে পারেন