তালতলীতে শিশুকে ধর্ষণ চেষ্টায় কলেজের দপ্তরীর বিরুদ্ধে মামলা

তালতলীতে শিশুকে ধর্ষণ চেষ্টায় কলেজের দপ্তরীর বিরুদ্ধে মামলা

বরগুনা তালতলীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কলেজের দপ্তরী আবু ্ইউসুফ ওরফে গোলাম মোস্তফা নামে মামলা করেছে ভুক্তভোগি পরিবারটি।
সোমবার(০৮ মার্চ) তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল রাতে ঐ ভুক্তভোগি পরিবারটি মামলা করেন। তালতলী সরকারী কলেজের নৈশপ্রহরী হিসেবে গোলাম মোস্তফা কর্মরত আছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলায়(ছয়ঘর এলাকার) ফায়ার সার্ভিসের পূর্বপাশে ঐ শিশু ও তার মা বসবাস করেন।

বে-সরকারী নামক একটি এনজিও তে চাকরি করেন শিশুটির মা। সেই সুবাদে তিনি কাজে যান। এই সুযোগে গতকাল ৭ মার্চ রবিবার দুপুরের দিকে লম্পট নৈশপ্রহরী আবু ইউসুফ ওরফে গোলাম মোস্তফা তাদের ঘরে যায় পানি খাওয়ার কথা বলে।

শিশুটি পানি নিয়ে আসার সাথে সাথেই ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় তিনি। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে লম্পট গোলাম মস্তফা পালিয়ে যায়। এ ঘটনায় রোববার বিকেলেই ওই শিশুর মা বাদী হয়ে লম্পট নৈশপ্রহরী আবু ইউসুফ ওরফে গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

যার মামলা নং ০৪/২০২১।
তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটির জবানবন্দিও আমতলী কোর্টে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনি আরও পড়তে পারেন