রূপগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার : আটক ২

রূপগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার আটক ২


রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের র‌্যাবের এক অভিযানে কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৫ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়েছে। উপজেলার ভুলতা এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ২ জনকে আটক করে র‌্যাব-১১ এর একটি দল। হেরোইন পরিবহনের দায়ে একটি ট্রাক ও বস্তায় ভর্তি ১৩ টন মেলামাইন পারী জব্ধ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৯ মার্চ ভোর সাড়ে ৪ টার দিকে মুন্সি ফিলিং স্টেশনের সামনে থেকে রাজশাহী থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জিয়ারুল (৩৫) এবং জনি মিয়া (২২)। মঙ্গলবার দুপুরে পাঠানো এক বার্তায় এসব কথা নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কর্মকর্তা জসিম উদ্দিন। তিনি জানান, জিয়ারুল রাজশাহী গোদাবাড়ী থানার পূর্ব মেডিকেল পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। জনি মিয়া যোদগোসাইদাশ এলাকার তরিকুল ইসলামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের নামে এসব অপকর্ম করে আসছিল। মেলামাইন পারী ভুর্ত ট্রাক নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ১ কেজি ৭৫ গ্রাম হেরোইনসহ তারা আটক হয়। জব্দকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকা। র‌্যাব আরো জানায় আটককৃতরা স্বীকার করেছে যে তারা পণ্য পরিবহনের নামে দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদ্রকদ্রব্য পরিবহন ও সরবরাহ করে আসছিল। আসামীদের বিরুদ্ধে আইনানুক কার্যক্রম প্রত্রিয়াধীন বলে জানান র‌্যাবের ওই কর্মকর্ত

আপনি আরও পড়তে পারেন