উপ-সচিব পদে পদোন্নতি পেলেন দোহারের একেএম কবির

উপ-সচিব পদে পদোন্নতি পেলেন দোহারের একেএম কবির

স্টাফ রিপোর্টার:ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের কৃতি সন্তান মরহুম ইমান আলী মাস্টার সাহেবর সুযোগ্য পুত্র ডাঃ এ কে এম কবীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পদে পদোন্নতি পেয়ে গত ১১/৩/২০২১ নিযোগ পেয়েছেন।  
স্কুল জীবন থেকেই তিনি ছিলেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র তালিকায় অন্যতম,   এস.এস.সি ও এইচ.এস.সিতে বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বোর্ডে স্ট্যান্ডার্ডস নম্বর পেয়ে কৃতিত্বের সাথে মেধা তালিকায় জায়গা করে নেন একেএম কবির। কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবনের হাতেখড়ি তারপর  এস. এস.সি পাশ করেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয় হতে।  ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। স্যার সলিমুল্লাহ মেডিকাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন।  পরবর্তীতে বাংদেশের সর্বোচ্চ সরকারি চাকরির পরীক্ষা বিসিএস এ মেধা তালিকায় উওীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পান তিনি। এতদিন স্বাস্থ্য ক্যাডারে সহাকারী অধ্যাপক হিসেবে যশোর মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। স্বাস্থ্য ক্যাডার পরিবর্তন করে পদন্নোতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পদে নিয়োগ পান।  উপ-সচিব পদে আসিন হওয়ার কথা তার নিজ এলাকা কুসুমহাটি ইউনিয়ন ও বাস্তা গ্রামবাসী এবং দোহার জনগণ অনেক আনন্দিত হওয়ার কথা জানা যায়।এলাকাবাসী তার জন্য দোয়া চেয়ে বলেন, মরহুম ইমান আলী মাষ্টারের ছেলে একেএম কবিরের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করি।

আপনি আরও পড়তে পারেন