অক্সফোর্ড ছাত্র সংসদ থেকে সরতে বাধ্য হলেন ভারতীয় শিক্ষার্থী

অক্সফোর্ড ছাত্র সংসদ থেকে সরতে বাধ্য হলেন ভারতীয় শিক্ষার্থী

জাতিবিদ্বেষ’মূলক মন্তব্য করার অভিযোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই সরে যেতে বাধ্য করা হল ভারতীয় শিক্ষার্থী রশ্মি সমন্তকে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ বলছে, গত ১১ ফেব্রুয়ারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের তরুণী রশ্মি সামন্ত। কিন্তু, দায়িত্ব গ্রহণ করার পরই তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ‘ক্যাম্পেন ফর রেসিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড ইকুয়ালিটি’ এবং ‘এলজিবিটিকিউ’।

তাদের অভিযোগ, বেশ কিছু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন রশ্মি। ফলে তাকে সভাপতির পদে রাখা যাবে না।

রশ্মির পোস্ট করা পুরনো লেখাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে এই ক্ষোভ ছড়ায়। পরে বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে তাকে ছাত্র সংসদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও ওঠে।

অবশেষে নির্বাচিত হওয়ার মাসখানেকের মাথায় পদ ছাড়তে বাধ্য করা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নারী সভাপতি রশ্মি সামন্তকে।

আপনি আরও পড়তে পারেন