কেরানীগঞ্জে টিকা নিলেন শহিদ মিনার স্থাপনকারী লায়ন আব্দুস সালাম চৌধুরী

দোহারে টিকা নিলেন শহিদ মিনার স্থাপনকারী লায়ন আব্দুস সালাম চৌধুরী

ঢাকা জেলা দোহার উপজেলার বিলাশ পুর ইউনিয়নের কৃতি সন্তান  চার্টার প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব “ঢাকা ফ্রীডম”(জেলা-৩১৫এ-১)অন্যতম সদস্য, দোহার উপজেলা আওয়ামী লীগ লায়ন আব্দুস সালাম চৌধুরী।

 ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার টিকা কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করছেন।এসময় তিনি সবার উদ্দেশ্যে বলেন, আলহামদুলিল্লাহ আজ ১৮ ই মার্চ বৃহস্পতিবার করোনার টিকা নিলাম, টিকা কেন্দ্রে কোনো ঝামেলা নেই। আন্তরিকতার সহিত তারা সেবা প্রদান করেন। আপনিও দ্রুত টিকা নিন।
লায়ন আব্দুস সালাম দোহারবাসীর কাছে এক পরিচিত নাম পরিচিত মুখ এছাড়াও তিনি স্কুলে স্কুলে শহিদ মিনার স্থাপন করার খ্যাতি ইতোমধ্যে অর্জন করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সালাম চৌধুরী। তিনি পরিবারের সবাইকে সাথে নিয়ে শতাধিক শহিদ মিনার স্থাপন করার ঘোষণা দিয়ে শহিদ পরিবার সহ সবার জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে এখন সবার মুখে মুখে লায়ন সালাম হিসাবে এক নামে পরিচিতি লাভ করেছেন।
এলাকার মানুষ পরোপকারী লোক হিসেবে তার জন্য দোয়া করেন। 

আপনি আরও পড়তে পারেন