লালমনিরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

লালমনিরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নুরুজ্জামান, লালমনিরহাট প্রতিনিধিঃ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ১৮ মার্চ লালমনিরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোনার বাংলা বিনির্মানে যুব সমাজের প্রতি বঙ্গবন্ধুর আহবান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মজিদ। আরও বক্তব্য রাখেন সমন্বয়কারী মোস্তাক-ই হাবিব, বীর মুক্তিযোদ্ধা খাজের আলী। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী পরিচালক আব্দুস সালাম শিকদার।  একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী এবং ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। এতে জেলার ৫টি উপজেলার ২শতাধিক আত্মকর্মী ও উদ্যাক্তা অংশ গ্রহণ করেন।

আপনি আরও পড়তে পারেন