ভারতীয় সীমানায় গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ

ভারতীয় সীমানায় গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ

মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। নিহত যুবকের নাম বাপ্পা মিয়া (৪০)। তিনি একই এলাকার আবদুর রউফের ছেলে।

বিজিবি সিলেট-বিয়ানীবাজার ৫২-ব্যাটালিয়নের সিও শাহ আলম সিদ্দিকী স্থানীয় লোকজনের মাধ্যমে শুনতে পেরেছেন। কিন্তু তিনি বিষয়টি এখনও নিশ্চিত নন। তবে স্থানীয় ফুলতলা ইউনিয়ন পরিষদ সদস্য মঈন মিয়া মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

ফুলতলা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সদস্য মঈন মিয়া ও স্থানীয় লোকজন জানান, শনিবার ভোর ৪টার দিকে জুড়ি উপজেলার পূর্ব বটুলী সীমান্ত এলাকার ভারতীয় সীমানার বকবকি স্থানে তার গুলিবৃদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এতে স্থানীয় লোকজন বিষয়টি দেখে ইউনিয়ন পরিষদ সদস্য মঈন মিয়াকে জানায়। পরে বিএসএফের সদস্যরা লাশটিকে তাদের হেফাজতে নিয়ে যায়।

আপনি আরও পড়তে পারেন