পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, জেলা পুলিশ পঞ্চগড়

পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, জেলা পুলিশ পঞ্চগড়

 উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :

মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ’, ‘অফিস কিংবা আদালতে, মাস্ক পরতে হবে সেবা পেতে’, ‘গণ সমাবেশ যেখানে, করোনায় আক্রান্ত হয় সেখানে’- এমন বেশ কিছু প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে করোনা প্রতিরোধে মাস্ক পরিধান উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে জেলা পুলিশ। রোববার বেলা ১২ টার দিকে পঞ্চগড়  পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা সাধারণ মানুষের মাঝে এবং বিভিন্ন দোকানে গিয়ে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদসহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ ডিআইজি দেব,দাস ভট্টাচার্য বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে সারাদেশেই পুলিশের এ কর্মসূচি চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন