নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নবাবগঞ্জের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নবাবগঞ্জের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত

সালমান আহাম্মেদ দোহার-নবাবগঞ্জ (ঢাকা) থেকে:

রমজানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে নবাবগঞ্জ বাঘমারা   বাজারসহ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম।এসময় তিনি বাজারগুলোতে পণ্যের দাম যাচাই-বাছাই করেন এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান। এমনকি পণ্যের গায়ে মূল্য তালিকা আছে কি না সেগুলো যাচাই-বাছাই করে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, রমজানকে সামনে রেখে বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়েছে। কোন ব্যবসায়ী নিত্যপণ্য বাজার মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পণ্যের গায়ে মূল্য লেখা থাকতে হবে । এমনকি এই অভিযান প্রতিনয়ত চলমান থাকবে।

আপনি আরও পড়তে পারেন