দোহারে করোনা বেড়ে যাওয়ায় মাস্ক হাতে উপজেলা প্রশাসন

দোহারে করোনা বেড়ে যাওয়ায় মাস্ক হাতে উপজেলা প্রশাসন

মাকসুমুল মুকিম, দোহার – নবাবগন্জ ( ঢাকা)

ঢাকার দোহারে মহামারী করোনার সংক্রামন বেড়ে যাওয়ায় পুনরায় মাস্ক হাতে উপজেলা প্রশাসন।  তারই ধারাবাহিকতা আজ ৩রা এপ্রিল শনিবার   দোহার উপজেলার আয়োজন মোড়, থানারমোড় এলাকায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে  জেলা প্রশাসন ঢাকা এর পক্ষে জনসাধারণ কে ১২০ টি  সরকারি মাস্ক বিনামূল্যে বিতরন করা। এ সময় স্বাস্থবিধি অমান্য করে জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৮ জনকে  এক হাজার দুইশত টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন  সহকারি কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।  অভিযানে সহযোগিতা করেন এস আই মমিন  এবং দোহার থানা পুলিশ ফোর্স।

আপনি আরও পড়তে পারেন