জগন্নাথপুরে লকডাউনে চলছে গাড়ী, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

জগন্নাথপুরে লকডাউনে চলছে গাড়ী, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

চলমান লকডাউনে জগন্নাথপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও আভ্যন্তরীন রোড গুলোতে স্বাস্থ্যবিধি লংঘন করে চলাচল করছে ছোট ছোট যানবাহন। মাঠে নেই প্রশাসন।


মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার লক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক গণপরিবহন চলাচল বন্ধ রাখা সহ নানামুখী দিক নির্দেশনা থাকলেও সুনামগঞ্জের জগন্নাথপুরে তা মানা হচ্ছেনা।

কেবল মাত্র উপজেলা সদরস্থ জগন্নাথপুর – পাগলা- সুনামগঞ্জ  বাসস্ট্যান্ড ও জগন্নাথপুর -বিশ্বনাথ- সিলেট বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস – মিনিবাস ছেড়ে না গেলেও জগন্নাথপুর -পাগলা ও জগন্নাথপুর -বিশ্বনাথ সড়ক সহ আভ্যন্তরীন সড়ক গুলোতে স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে লেগুনা, অটো টেম্পো, সিএনজি ও অটোরিকশা গুলো অহরহ চলাচল করছে ।

এছাড়াও সরকারি নির্দেশনা মোতাবেক কাঁচা মালের ব্যবসায়ীরা খোলা জায়গায় হাট বসিয়ে ব্যবসা করার কথা থাকলেও আগের মতোই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মূখে মাস্ক ব্যবহার না করেই জগন্নাথপুর পৌর সহর সহ বিভিন্ন হাট-বাজারে  অবাধে চলাচল করছেন জনসাধারণ।আজ ৫ ই এপ্রিল দুপুরে  এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধির সচেতনতার লক্ষে মাঠে কাজ করতে দেখা যায়নি স্থানীয় প্রশাসনকে।

আপনি আরও পড়তে পারেন